আবু মুসা নাটোর থেকে//
নাটোর শহরের কুর্মির মাঠ এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান,সকাল ১১টার দিকে শহরের কুর্মির মাঠ এলাকার একটি ডাস্টবিনে রক্তমাখা শপিং ব্যাগ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।পরে ব্যাগের মধ্যে নবজাতক মেয়ে শিশুর লাশ দেখে তারা স্থানীয় পৌর কাউন্সিলরকে খবর দেয়।পরে কাউন্সিলরের উপস্থিতিতে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।