জয়পুরহাটে বিজিপি"র অভিযানে উদ্ধারকৃত সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯

জয়পুরহাটে বিজিপি"র অভিযানে উদ্ধারকৃত সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস

। 
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
 জয়পুরহাট-২০ ব্যাটেলিয়ন বিজিবি"র অধীনস্থে পরিচালিত ১৪ নং ক্যাম্পের সদস্যদের অভিযানে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধ ভাবে আসা প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য ধ্বংস করে জয়পুরহাট-২০ ব্যাটেলিয়ন বিজিপি ক্যাম্প।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে উদ্ধারকৃত  মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়। এগুলোর মধ্যে ফেন্সিডিল, মদ, গাঁজা, প্যাথেডিন নামক নেশার ইনজেকশন ছিল।মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন প্রধান অতিথি বিজিবি"র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ- কর্নেল রাশেদ মোঃ আনিসুল হক, অতিরিক্ত পরিচালক আবু নাঈম খন্দকার,জয়পুরহাট জেলা আঃলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  এসএম সোলায়মান আলী, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ, ম আব্দুর রনি।

মাদকদ্রব্য ধ্বংস কালে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী,জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের শতশত সাধারণ জনতা।

Post Top Ad

Responsive Ads Here