সময় সংবাদ ডেস্ক//
বান্দরবানে হিলবার্ড মোড় এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের হিরোইন উদ্ধার করেছে র্যাব-৭। এই ঘটনায় আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। আটককৃতরা হল- শহরের কালাঘাটা বড়ুয়ারটেক এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে মংচাউ মারমা ও রোয়াংছড়ি উপজেলার বড়পাড়া কচ্ছপতলী এলাকার সুবাঅং মারমার ছেলে পাইনচা চিং মারমা।
রবিবার রাত ৭ টার দিকে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ১ কেজি হিরোইনসহ তাদের আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মেজর শামীম জানিয়েছে, ১৬ সদস্যের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা শহরের হিলবার্ড মোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হিরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রায় কোটি টাকার হিরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বান্দরবান থানায় হস্তান্তর করে মামলা করা হবে।