ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-৬


                                                   
ঝিনাইদহ প্রতিনিধি :
যশোর চৌগাছা সুখপুকুরিয়া থেকে ফেন্সিডিলসহ  ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।আজ (১৯শে নভেম্বর) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে যশোর জেলার চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনার সময় সুখপুকুরিয়া গ্রামের সুখপুকুরিয়া টু রামকৃষ্ণপুরগামী পাকা রাস্তা পাশে মহিউদ্দিন, পিতা-মৃত আনসার এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- আন্দুলিয়া, থানা- চৌগাছা, জেলা- যশোর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃতের নিকট হতে ৫১০ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল সেট, এবং ১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারার মামলা  হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here