লবণ নিয়ে গুজব ঠেকাতে হটলাইন চালু, ফোন করবেন যেসব নম্বরে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

লবণ নিয়ে গুজব ঠেকাতে হটলাইন চালু, ফোন করবেন যেসব নম্বরে


 সময় সংবাদ ডেস্ক//
‘লবণের কেজি ২০০ টাকা হবে’ মঙ্গলবার সকাল থেকেই এমন গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। আবার কোনো কোনো এলাকার দোকানদাররা বলছেন, দোকানে লবণই নেই। ফলে অনেকেই অতিরিক্ত লবণ কিনে রাখছেন। দেশের কোথাও কোথাও বেশি দামে লবণ বিক্রিও হচ্ছে। 

লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার জানিয়েছেন, লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়া লবনের দাম বেশি চাইলে ভোক্তারা সরাসরি এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। 
জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র:
ফোন-০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮ এবং ০১৬২৪২৭৬০১২ (উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার)। এছাড়া ই-মেইল করতে পারেন, হপপপ@ফহপৎঢ়.মড়া.নফ এই ঠিকানায়।এর পাশাপাশি নিকটস্থ থানাকে অবহিত করতে পারেন। প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯-য়ে ফোন করে সহায়তা নিতে পারেন। 

Post Top Ad

Responsive Ads Here