ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোনো বিকল্প নেই।শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত চলে চলেছে।
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোনো বিকল্প নেই।শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত চলে চলেছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা খেলার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. অঅলেপ কাজীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মো, আব্দুর রাজ্জাক, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুননাহার মহিদ প্রমুখ।
পরে বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেয়া হয়।