মেহের আমজাদ,মেহেরপুর //
মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজের সহকারি অধ্যাপক রকিবুল হাসান রিপন এর সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্কাউটস লিডার এস.এম রফিকুল আলম বকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শাহীউদ্দীন । সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা কে এম ফজলুল করিম খোকন। সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাএ-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ খেলাধুলার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান ।