মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে মেহেরপুর গণগ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, প্রধান আলোচক ছিলেন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

