নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ প্রচীন সংগঠনের ৪৭ বছরে পদার্পণ করাই দিবসটি উপলক্ষে (১১ নভেম্বর) সোমবার সকাল ৭ টায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুবলীগের নেতা কর্মীরা সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পরে সন্ধ্যায় জয়পুরহাট জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ- সভাপতি হাসানুল ইমাম রবিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক যুবলীগ নেতা মোল্লা সামছুল আলম, এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী (জিপি), এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি),পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না গোলাম হাক্কানী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র ও সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য কৃষিবীদ মোস্তাইন কবির তুহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, জেলা যুবলীগ নেতা সুমন মিঁয়া, চঞ্চল কুমার অধিকারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইএম মাসুদ রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইজাহারুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক ওলিউজ্জামান বাপ্পী, যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন রাজা প্রমুখ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রায় দেড় ঘন্টা আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়।
অপরদিকে দিবস টি উপলক্ষে জেলার আক্কেলপুর,কালাই,পাঁচবিবি, ক্ষেতলালে উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবলীগের আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সকল ইউনিটের যুবলীগের নেতা কর্মীরা।

