ধর্মীয় বিধানে দিনে লেখা নিষেধ, রাতে পরীক্ষা দেবে ৫৮ শিক্ষার্থী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০২, ২০১৯

ধর্মীয় বিধানে দিনে লেখা নিষেধ, রাতে পরীক্ষা দেবে ৫৮ শিক্ষার্থী

DESK NEWS//
গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫৮ জন জেএসসি পরীক্ষার্থী শনিবার (০২ নভেম্বর) রাতে তাদের প্রথম পরীক্ষা দেবে।

মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ জানান, এসব পরীক্ষার্থীরা মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, ধর্মীয় বিধানমতে শনিবার দিনের বেলায় এসব শিক্ষার্থীদের লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে। ২০১৯ সালের জেএসসি পরীক্ষার মধ্যে দুই শনিবার এসব পরীক্ষার্থীরা রাতেই পরীক্ষা দেবে।

অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ৫৮ জন পরীক্ষার্থীদেরও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। তবে ওই কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হয়। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে।

ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে দুই শনিবার রাতে জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা জানান, ঢাকা বোর্ডের নির্দেশে এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here