আবু মুসা নাটোর থেকেঃ
নাটোরের সিংড়ায় বিয়ের দু’দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার ভোরে বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মিজানুর রহমান (২১) সোহাগবাড়ি গ্রামের মোজাহারের পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনুর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মিজানের। এরপর রবিবার ভোরে বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
খবর পাওয়ার পর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন