কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দামপাড়া কন্ট্রোল রুমে বসে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করছেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। শনিবার রাত ১০ টার সময় তিনি চীন সফর শেষে ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছেছেন। চট্টগ্রামে এসেই মেয়র চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকিতে দামপাড়াস্থ কন্ট্রোল রুমে অবস্থান নেন।
এসময় চসিক নিবাহী কমকর্তা সামসুদ্দোহা,চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ সফিউল আজম, প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল সোহেল আহমেদ, রাজস্ব কর্মকতা মহিফুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষা কমকর্তা সুমন বড়ুয়া,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান পরিছন্ন কমকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীসহ চসিকের বিভিন্ন কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।