নাটোরের বড়াইগ্রামে ১০ দিন যাবত স্কুলে সভাপতি নিখোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯

নাটোরের বড়াইগ্রামে ১০ দিন যাবত স্কুলে সভাপতি নিখোঁজ


আবু মুসা নাটোর থেকে//
নাটোরের বড়াইগ্রামে দশ দিন যাবত নিখোঁজ রয়েছেন সাবেক স্কুল সভাপতি ধীরেন্দ্র নাথ সরকার (৭০) । তিনি উপজেলার পারকোল গ্রামের মৃত গোসাই নাথ সরকারের পুত্র।  নিখোঁজের চার দিন পরও বাড়িতে ফিরে না আসায় তার বড় ছেলে সুদর্শন সরকার ২৩ নভেম্বর বড়াইগ্রাম থানায় একটি জিডি (নং ৯২৯)  দায়ের করেছেন । তিনি পারকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করেন। তার নিখোঁজের খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে, বিষয়টি জানার জন্য সরেজমিনে গিয়ে ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে সুদর্শন সরকার ও সুশান্ত এ প্রতিনিধিকে জানান,  নিঁেখাজের দিন ১৯ নভেম্বর রাতে বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজন সহ বিভিন্ন জায়াগায় খোঁজা-খুজি করি। এমনিভাবে কোথাও কোনো অনুসন্ধান না পেয়ে নিখোঁজের ৪ দিন পর থানায় জিডি করি। তারা আরো জানান, গত ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে হঠাৎ বাড়ির সদস্যদের সাথে রাগা-রাগির এক পর্যায়ে মার্কিন ধুতি ও গাবিন শার্ট পরিহিত অবস্থায় বাড়ি থেকে বের হয় বলে শুনেছি। আমরা তখন বাড়ির বাইরে  কৃষি জমিতে কাজে ব্যস্ত ছিলাম। তার গায়ের রং কালো, হালকা-পাতলা চেহারা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। 

তার প্রতিবেশী স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র সরকার জানান, ধীরেন্দ্র নাথ কাকার ব্রেন স্টোক করলে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করে মাথায় অপারেশনের পর থেকে তার চাল-চলন, কথা-বার্তা সামাঞ্জস্যহীন লক্ষ্য করা যায় এবং অল্পেই রেগে যায়। তার শারীরিক  অসুস্থতার লক্ষ্যে বাড়িতে একটি হরিবাসরের আয়োজন করা হয়। শুনেছি হরিবাসের প্রসাদ দেয়াকে কেন্দ্র করে তাদের পারিবারিক কোন্দল সৃষ্টি হয়। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। আমরা আমাদের মতো খোঁজ-খবর নিচ্ছি।

আমরা ক’জন সাংবাদিক তার বাড়িতে গিয়ে দেখি, পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন ও শোকাহত।    কোনো সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে এ নম্বরে ০১৭১২-৬১৭১৫৮ যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

Post Top Ad

Responsive Ads Here