ভোলা চরফ্যাশনে ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯

ভোলা চরফ্যাশনে ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ।



ভোলা(চরফ্যাশন)  প্রতিনিধি//
ভোলা চরফ্যাশনে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করছে কোষ্টগার্ড চরমানিকা স্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট। সুত্র জানায় আজ (২৮ নভেন্বর) বৃহস্পতিবার  দক্ষিণ আইচা থানার  বুড়াগৌরাঙ্গ  নদীর বিভিন্ন পয়েন্টে ভোর ৬টা  থেকে সকাল  ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১ লাখ মিটার ২০ হাজার মিটার চরঘেরা কারেন্ট জাল আটক করা হয়েছে।

এসময় জালে আটকে থাকা ১২০ কেজি বিভিন্ন প্রজাতির  মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশক্রমে চর কচ্ছপিয়ার ৫টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোষ্টগার্ডের চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ১ লক্ষ মিটার ও ২০ হাজার মিটার কারেন্ট জাল     আটক করা হয়।

সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here