অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৫, ২০১৯

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

সময় সংবাদ ডেস্ক//
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। 

এরপর মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ উপাচার্যপন্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনায় আন্দোলনকারী শিক্ষক, ছাত্রী এবং দায়িত্বরত তিন সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে নারী শিক্ষার্থীসহ ৭-৮ জন বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে আগে থেকেই সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের সরিয়ে দিতে চায় ছাত্রলীগ নেতাকার্মীরা। এনিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে আন্দোলনকারীদের মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেয় উপাচার্যপন্থী কর্মকর্তা-কর্মচারীরাও।

দুপুর দেড়টার দিকে উপাচার্য বাসভবন থেকে বের হয়ে তার কার্যালয়ে যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করায় ছাত্রলীগসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here