ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-ভাটিয়াপাড় সড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সস্্রাইল এলাকার গ্রামীন টাওয়ারের সামনে একটি ট্রাক উল্টে খাঁদে পড়ে সানোয়ার সেক(২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আর এ সময় আহত হয় আরো ৪ শ্রমিক। শুক্রবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া থানার ইছাইল গ্রামে। সে ওই গ্রামের আবদুল মান্নানের পুত্র। তারা তিন ভাই এক বোন। সে ভাইদের মধ্যে ছোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সস্্রাইল এলাকার গ্রামীন টাওয়ারের সামনে শ্রমিক নিয়ে নেত্রকোনা থেকে মংলাগামী একটি ট্রাক উল্টে খাঁদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার চালিয়ে ট্রাকের নিচ থেকে সানোয়ার সেক নামে একজনের লাশ উদ্ধার করে। বাকি আহতদের চিকিৎসা চলছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক তাইজুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার চালিয়ে ট্রাকের নিচ থেকে সানোয়ার সেক নামে একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, নিহতের ভাই কোন দাবি দাওয়া না করে লাশ নিয়ে যাবে বলে আমাদের জানিয়েছে।