চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :
উৎসব মূখর পরিবেশে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ হাট বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা বৃহষ্পতিবার বেলা ১২টায় সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন চরহাজীগঞ্জ হাট বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম ।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন,আয়-ব্যয় পর্যালোচনা ও অনুমোদন ২০১৮-১৯ সালের অডিট রিপোর্ট পাঠ ও অনুমোদন, দাদন ও আদায় সষ্পকে আলোচনা ও সিদ্ধান্ত, সদস্য ভর্তি ও বাতিল সষ্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত, হাট/ঘাট ইজারা গ্রহন ও ব্যবসার সষ্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত ,সমিতির কর্মচারীর নিয়োগ(কষ্পিউটার), সঞ্চায়ের উপর লভাংশ বন্টন ও সিদ্ধান্ত গ্রহন,ও বিবিধ আলোচনা হয় ।
এ ছাড়া ২০১৮-১৯ অর্থবছরে চরহাজীগঞ্জ হাট বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি উপজেলার সেরা সমিতি নির্বাচিত হওয়ায় সফল সভাপতি কবিরুল আলম কে সমিতির সদস্যরা ধন্যবাদ জানান।
২য় পর্ব শুরুর আগে সুভেচ্ছা জ্ঞাপন ও প্রীতি ভোজে অংশনেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলার সাবেক চেয়ারম্যান এজিএম বাদল আমিন,গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, আঃলীগ নেতা আনোয়ার আলী মোল্যা,সমাজ সেবক খবির হোসেন,খবির মাস্টার,মোহম্মদ মোল্যা,ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ,রাজনৈতিক নেত্ববৃন্দ সহ সুশিল সমাজের ব্যাক্তি বর্গ ।