মেহেরপুরে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা কেজি বিক্রীর পরদিন বাজারে ৮০ টাকা কেজি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯

মেহেরপুরে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা কেজি বিক্রীর পরদিন বাজারে ৮০ টাকা কেজি


মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ার মাত্র একদিনের ব্যবধানে বাজারে কেজি প্রতি ৮০ টাকা দাম কমেছে।গত সোমবার মেহেরপুরের বাজারে পেঁয়াজ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর কাঁচা বাজারে ৮০ টাকা থেকে ৯০টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রী হতে দেখা গেছে। গত সোমবার সকাল থেকে মেহেরপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করার পর গতকাল মঙ্গলবার সকালে টিসিবির পেঁয়াজ ক্রয় করতে আসা ক্রেতাদের ভিড় খুব কম লক্ষ্য করা গেছে। এদিকে টিসিবির পেঁয়াজ মেহেরপুরে বিক্রি শুরু হওয়ায় মেহেরপুরের সাধারণ মানুষ জেলা প্রশাসক মোঃ আতাউল গনির প্রশংসা করেছেন। মেহেরপুর বড়বাজারের তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হনিফ বলেন, আমাদের এই কাঁচা বাজারে গতকাল মঙ্গলবার খুচরা ৮০ টাকা থেকে ৯০টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রী হয়েছে।তবে আগামীতে পেঁয়াজের দাম আরও কমবে। অপরদিকে মেহেরপুরের বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি ৮০ টাকা দাম কমে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছে সাধারণ মানুষ।

Post Top Ad

Responsive Ads Here