ঢাকায় মাটির নিচে পুঁতে রাখা চীনা নাগরিকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, December 11, 2019

ঢাকায় মাটির নিচে পুঁতে রাখা চীনা নাগরিকের লাশ উদ্ধার

সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর বনানী এলাকার মাটির নিচে পুঁতে রাখা এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কে একটি ছয়তলা ভবনের পেছনের জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

চীনের ওই নাগরিকের নাম জিয়ানহুই গাও বলে পুলিশ জানতে পেরেছে।  ব্যবসায়ী গাও-এর বয়স ৪৭ বছর। তিনি ঢাকায় একাই থাকতেন। চীন থেকে মাঝেমধ্যে তার স্ত্রী-সন্তানেরা বেড়াতে আসতেন। ২০ দিন আগে স্ত্রী ও সন্তানেরা চীনে ফিরে গেছেন। তিনি বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসায় ছয়তলায় (৬-বি নম্বর) ফ্ল্যাটে ভাড়া থাকতেন। 

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তিন নিরাপত্তাকর্মীকে থানায় নেওয়া হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল ও ফ্ল্যাট থেকে আলামত সংগ্রহ করেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মি. গাও নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি যে ফ্ল্যাটে বসবাস করতেন সেই ভবনের পেছনের দিকে ফাঁকা জায়গার মাটিতে তার লাশটি পুতের রাখা ছিল। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের মর্গে পাঠানো হবে। এ ছাড়া ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

No comments: