রাঙ্গামাটিতে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯

রাঙ্গামাটিতে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি: 
“সত্য মিখ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটিতে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। 

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রসাশক এস এম শফি কামালের

সভাপতিত্বে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস ঘোষ, অতিরিক্ত জেলা প্রসাশক শিল্পী রানী রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমসহ বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here