কানাইপুরের তেতুলিয়ায় জাকের পার্টির জলসা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯

কানাইপুরের তেতুলিয়ায় জাকের পার্টির জলসা অনুষ্ঠিত



আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
বিশ^ওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান সাহেবের নির্দেশে কয়েক যুগ ধরে ফরিদপুর জেলার কানাইপুরের তেতুলিয়া গ্রামে মরহুম আঃ মান্নান মোল্যার বাড়িতে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জাকের পার্টির মহামান্য সর্বচ্চ নেতা আলহাজ¦ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মেজ ভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তেতুলিয়ায় আজিমুশ^ান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আজিমুশ^ান জলসায় বয়ান করেন মাওলানা মুফতি মোঃ শরিফুল ইসলাম সাইফী, মাওলানা মোঃ রইছ উদ্দিন, মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা এনায়েত হোসেন সহ স্থানীয় ওলামাবৃন্দ। এসময় জাকের পার্টির জেলা-উপজেলার সকল নেতাকর্মী ও হাজার হাজার জাকেরান, আশেকান এবং ধর্মপ্রান মুমিন মুসলমান উপস্থিত ছিলেন। ওয়াজ নসিহত ও মিলাদ মাহফিল শেষে বিশেষ মুনাজাত করা হয়।

Post Top Ad

Responsive Ads Here