ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জুলুলী এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নারীসহ চার জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। সোমবার ভোর ৪ টার দিকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।
ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি ঘোষণা, সেখানে কাজ না পাওয়াসহ নানা কারনে অনুপ্রবেশ হচ্ছে। তবে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার রয়েছে। এরই অংশ হিসাবে জুলুল বিওপির টহল দল সীমান্তের ৫৩/১ এস পিলার হতে ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন পুরুষ ও এক ভারতীয় সহ তিন নারীকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণার পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে গেল নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের আজকের দিন পর্যন্ত ৩৩৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করলো বিজিবি।

