পরীক্ষা-ক্লাস বন্ধ করে আ.লীগ নেতার ভুড়িভোজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০১, ২০১৯

পরীক্ষা-ক্লাস বন্ধ করে আ.লীগ নেতার ভুড়িভোজ

সময় সংবাদ ডেস্ক//
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি স্কুলের বার্ষিক পরীক্ষা ও ক্লাস বাতিল করে স্কুলের মাঠ ও শ্রেণিকক্ষে ভুড়িভোজের আয়োজন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। এ ঘটনায় ওই স্কুলের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

থানা আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে শনিবার দিনভর মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। 

তবে অনুষ্ঠানের বিষয়ে তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, তার মা-বাবাসহ আওয়ামী লীগের মরহুম নেতাদের দোয়া মাহফিলের জন্য এ আয়োজন করা হয়েছে।

জানা গেছে, আজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা ছিল। একই ক্যাম্পাসে গড়ে উঠা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসও চালু ছিল। কিন্তু এর কোনোটাই শনিবার অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি। শনিবারের পরীক্ষা বাতিল করে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়। একইভাবে ইয়াছিন মিয়ার সহযোগীরা পাঠদান বন্ধ রাখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌখিকভাবে নির্দেশ দেন।

এদিকে একইস্থানে গড়ে ওঠা পশ্চিমপাড়া কেজি স্কুলের বার্ষিক পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে দপুর ১২টায় শেষ হয়। পরীক্ষার্থীরা জানায়, তাদের পরীক্ষা চলাকালীন স্কুলের মাঠে অনুষ্ঠানের রান্নার কাজ চলায় বাবুর্চি ও নেতাকর্মীদের চিৎকার চেঁচামেচিতে তারা ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান তিনটির মাঠ একই। সেই মাঠেই প্রায় তিন হাজার নেতাকর্মীদের খাওয়ানোর জন্য রান্না করা হয়েছিল।

হট্টগোলের কারণে কেজি স্কুলের শিক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী ইয়াছিন মিয়া। তিনি নিজে সভাপতি হয়ে কীভাবে পরীক্ষা বন্ধ করে ব্যক্তিগত একটি অনুষ্ঠানের আয়োজন করেন তা বোধগম্য নয়।

থানা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কিছুদিন পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ইয়াছিন মিয়ার পদ যেন ঠিক থাকে তাই নেতাকর্মীদের খাওয়ানের জন্য তিনি এ অনুষ্ঠানের আয়োজন করেন। তবে তিনি কৌশলে দাওয়াতপত্রে উল্লেখ করেন, আওয়ামী লীগের মরহুম নেতাকর্মী এবং তার মরহুম মা-বাবার দোয়া মাহফিলের জন্য এ আয়োজন করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইয়াছিন মিয়া বলেন, শনিবার কোনো পরীক্ষা ছিল না। অভিভাবকদের অভিযোগ মিথ্যা।

মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য শ্রেণির শনিবারের পরীক্ষাগুলো আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

Post Top Ad

Responsive Ads Here