শৈলকুপায় দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান লাভ অতঃপর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, January 16, 2020

শৈলকুপায় দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান লাভ অতঃপর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ
 ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক স্কুল পর্যায়ের আন্ত-স্কুল শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতায় বুধবার বিকাল তিনটায় স্থানীয় উমেদপুর প্রাথমি বিদ্যালয় মাঠে ১০০ মিটার ভারসাম্য দৌড়ে প্রথম স্থান অধিকার করা ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র মিরাজ হোসেন রাফিনের (১১) করুণ মৃত্যু হয়। স্কুলের শিক্ষকগন জানান ১০০ মিটার ভারসাম্য দৌড়ে (চামুচে মার্বেল নিয়ে দৌড়) সে অংশ গ্রহন করে এবং প্রতিযোগীতায় প্রথম স্থান লাভের শেষ প্রান্তে পৌছে হঠাৎ হাটু ভেঙ্গে পড়ে যায়, দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে শৈলকুপা উপজেলার ষস্টিবর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ও ক্লাস রোল ২ ছিল বলে জানাগেছে। তার পিতার নাম ফারুক মুসল্লি গ্রামের বাড়ি পাবর্তিপুর গ্রামে। সে পিতামাতার একমাত্র সন্তান ছিল।আগামীকাল স্কুলটিতে এক দিনের শোকপালনের ঘোষণা করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন।

No comments: