ঝিনাইদহ প্রতিনিধিঃ
বড়ই দূড়ভাগ্য ঝিনাইদহ বাসির জন্য ১৮ লাখ মানুষের বসবাস ঝিনাইদহে, প্রতি নিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শত শত মানুষ ছুটে আসছে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য গত ২২ শে ডিসেম্বরে একটি নিউজ হয়েছিল, যে সদর হাসপাতালে বিশেষজ্ঞ কোন ডাক্তার নেই। আবার আজ ১৫ই জানুয়ারি বিকালে সরেজমিনে পরিদর্শন করে দেখি ও রুগীদের কাছ থেকে জানতে পারি সদর হাসপাতালে প্রায় ২ ঘন্টা বিদ্যুৎ নেই। নেই ও কোন জেনারেটর এর ব্যবস্থা কর্মরত নার্সদের কাছ থেকে জানা যায় সদর হাসপাতালে কোন বিভাগেই নেই জেনারেটর এর ব্যবস্থা শুধু ওটিতে জেনারেটর এর ব্যবস্থা আছে। নার্স রুগীদের চিকিৎসা দিচ্ছেন মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে এবং শত শত রুগী হাসপাতালের বেডে ও মেঝেতে শুয়ে আছে রুগীর স্বজনরা দেখতে গেলে অন্ধকারের কারনে পায়ের নিচেও পড়তে পারে রুগী এবং দিনের বেলায় ও অন্ধকারের জন্য চিনতে পারছে না নিজের রুগীকে।