মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ আদিব হোসেন (আসিফ করিম) ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ কুতুব উদ্দীন আহমেদ। আগামী এক বছরের জন্য আসিফ করিমকে সভাপতি ও কুতুব উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল রবিবার মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। উল্লেখ্য এর আগে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির সভাপতি কুদরত-ই-খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ছিলেন। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে গত ২২জুলাই বিলুপ্ত করা হয়েছিল ।