ছাত্রী ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বাম ছাত্রজোটের বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১২, ২০২০

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বাম ছাত্রজোটের বিক্ষোভ

নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধিঃ  
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা- প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন জোট নেতারা।

শনিবার দুপুর ১২টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনে সমাবেশ করেন তারা।এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও ছাত্রজোটের সমন্বয়ক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়ন, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) নেতা রেহেনা পারভিন খুশি প্রমুখ।

সমাবেশে জেলা ছাত্র জোটের সমন্বয়ক রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সারাদেশে নারী নির্যাতনকারীদের বিচারের আওতায় নিয়ে আসলে এটি কমানো সম্ভব। অবিলম্বে ঢাবি ছাত্রীর ধর্ষণকারী ও সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন তিনি।

এ সময় ভিসি-প্রক্টরের পদত্যাগও দাবি করা হয় সমাবেশ থেকে।

Post Top Ad

Responsive Ads Here