দুঃখ প্রকাশ করে দুইজনের মরদেহ ফেরত দিল বিএসএফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৬, ২০২০

দুঃখ প্রকাশ করে দুইজনের মরদেহ ফেরত দিল বিএসএফ

ডেস্ক সংবাদ:
নওগাঁর পোরশা সীমান্তে নিহত তিন বাংলাদেশির মধ্যে তিনদিন পর দুঃখ প্রকাশ করে দুইজনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

যাদের মরদেহ ফেরত পাওয়া গেছে। তারা হলেন- পোরশা উপজেলার কাঁটাপুকুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন, বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রনজিত কুমার।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের গুলিতে নিহত হন মফিজুল ইসলাম, রনজিত কুমার ও কামাল হোসেন। ওইদিন দুপুরে রনজিত ও কামালের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেসুর রহমান জানান, ঘটনার দিন বিকেলে দুয়ারপাল সীমান্তের শূন্যরেখায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়। তখন তিন বাংলাদেশিকে হত্যার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকে দুজনের মরদেহ ফেরত দেয়ার অঙ্গীকার করে তারা।

নায়েক সুবেদার মোখলেসুর আরো জানান, শনিবার রাতে বিএসএফের কাছ থেকে দুজনের মরদেহ বুঝে পেয়ে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here