জয়পুরহাটে মাদকদ্রব্য নির্মূলে পৃথক অভিযানে ৮৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

জয়পুরহাটে মাদকদ্রব্য নির্মূলে পৃথক অভিযানে ৮৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২


নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে এক বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই যুবককে  ফেন্সিডিলসহ আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।


থানা সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান এর নেতৃত্বে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শ্লোগানকে ধারণ করে এস.আই মোঃ এনামুল  সঙ্গীয় ফোর্সসহ পাঁচবিবি উপজেলাধীন ধুরইল এলাকার ডাক্তার রুহুল আমিনের ছেলে তাওসিফ হাসান তাসফিক (১৯) অভিনব কায়দায় তার নিজ শরীরে কসটেপ পেচিয়ে ১৮ বোতল ফেন্সিডিল সেট করে ঢাকা শহরে যাওয়ার উদ্দেশ্যে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে রিক্সাস্টান্ড আসলে সেখান থেকে তাকে হাতেনাতে আটক করেন এবং অপরদিকে এস.আই মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার এস.আই রেজাউল, এ.এস.আই জাফর, এ.এস.আই আক্তার ও রবিউল মৃত মমতাজ আলীর ছেলে ফারুক হোসেন (২৫) কে তার শশুরবারি পাঁচবিবির উত্তর গোপালপুর এলাকা থেকে ১৫ জানুয়ারি বুধবার রাত ৮ টায় ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। 

এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি মোঃ মনসুর রহমানের সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে।
এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কতিপয় মাদক সম্রাট।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here