সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান প্রিন্স তালুকদার।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ’র স্বাক্ষরিত একটি চিঠিতে ১৪ জানুয়ারী ২০২০ইং তারিখ মঙ্গলবার তার নাম ঘোষণা করা হয় ।
প্রিন্স তালুকদার স্কুল জীবনে থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন ও বিভিন্ন দায়িত্ব পালন করেন। এরপরে তিনি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহŸায়ক কমিটির যুগ্ন-আহŸায়ক’র দায়িত্ব সফলতার সাথে পালন করে সকলের মন জয় করেন। পরবর্তীতে তাকে মডেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
প্রিন্স তালুকদার একজন রাজনৈতিক পরিবারে সন্তান, তার বাবা পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামীগের বর্তমান সাধারণ সম্পাদক। এবং তার দাদা বহু বার একিই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন।
প্রিন্স তালুকদার বলেন, ‘আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ছাত্রলীগের কোটি মানুষের নয়নমনী মেহেদী হাসান ভাই ও যোবায়ের ভাই আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে তা আমি সর্বদা সততার ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।’