ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মামা-ভাগ্নে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৬, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মামা-ভাগ্নে আটক

ডেস্ক সংবাদ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা রাখার অভিযোগে মামা-ভাগ্নেসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। রোববার সকালে তাদের আটক করা হয়। 

আটকরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর এলাকার জহুর আলীর ছেলে মো. কবির আহম্মেদ, তার ভাগ্নে একই উপজেলার আতিকুল ইসলামের ছেলে মো. আকাশ ও ড্রাইভার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আজিজুল হকের ছেলে আব্দুল খালেক।



রোববার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১৪।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে তার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৩৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ১৩লাখ টাকা। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here