কুতুব উদ্দিন রাজু, চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ডাস্টবিন থেকে এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে বায়েজিদ বোস্তামীর মোস্তফা কলোনির পেছনে থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কে বা কারা এই এই ফুটফুটে কন্যা শিশুকে ফেলে গেছে তা পুলিশ কিংবা এলাকাবাসীদের কেউ বলতে পারেনি।
সকালে ডাস্টবিনের ভেতরে স্থানীয় লোকজন নবজাতকটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থাকা থেকে পুলিশ গিয়ে বাচ্চাটি (কন্যা শিশু) উদ্ধার করে। ওই নবজাতককে পুলিশ চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে নবজাতকটি সুস্থ আছে বলে জানান চিকিৎসকরা।
অভিভাবকহীন নবজাতকটিকে লালন-পালনের জন্য ব্যবস্থা নিতে সমাজসেবা অফিসকে খবর দেয়া হলে তারা হাসপাতাল গিয়ে শিশুটি নিজেদের তত্বাবধায়নে নিয়েছে