জয়পুরহাটে দিনদুপুরে এক নারীকে গলা কেঁটে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১৯, ২০২০

জয়পুরহাটে দিনদুপুরে এক নারীকে গলা কেঁটে হত্যা

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে দুর্বৃত্তরা দিন দুপুরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত সপ্তমী রানী বসাক (৫০) রায়কালী বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্ব নাথ বসাকের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার(১৯-জানুয়ারি) সকালে উপজেলার রায়কালী বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্ব নাথ বসাক তার স্ত্রী সপ্তমী রানী বসাক (৫০) কে বাড়িতে রেখে রায়কালী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় তার সন্তান ও পুত্র বধূ একটি বিবাহ অনুষ্ঠানে দাওয়াতে যান।

বেলা অনুমানিক সোয়া ২ টায় দুপুরের খাবার খেতে বিশ্বনাথ বসাক বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় শয়ন ঘড়ের মধ্যে পড়ে আছে। এ সময় তার চিৎকারে এলাকাবাসি ছুটে আসেন। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হত্যার খবর। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে।

এ প্রতিবেদক টি পাঠানো পর্যন্ত এ হত্যাকান্ডের কোন মামলা , আটক বা কোন তথ্য উৎঘাটিত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ- আবু ওবায়েদ জানান এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here