চরভদ্রাসনে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২০

চরভদ্রাসনে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

চরভদ্রাসন প্রতিনিধি :                                          
ফরিদপুরের চরভদ্রাসনে নবম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. রাসেল শেক(২২) নামের এক যুবককে আটক করে ১বছরের মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ড প্রদান করেন। রাসেল শেক উপজেলার টিলারচর গ্রামের মৃত শেক সোনামিয়ার ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রাসেল শেক উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামের হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় অশ্লিল গালিগালাজ ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা মঙ্গলবার(১৪জানুয়ারি) দুপুরে জাকেরার সুরা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের সাজা দিয়ে দন্ডপ্রাপ্ত রাসেলকে জেল হাজতে প্রেরন করেন। 

Post Top Ad

Responsive Ads Here