ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন ২৭ জানুয়ারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন ২৭ জানুয়ারি


হাসানুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি ৪র্থ বার্ষিকী এ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনার এ্যাড. আমিনুল ইসলাম এ নির্বাচনের তফশিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার জানান, আগামী ২২ জানুয়ারি শহরের এইচ এস এস সড়কের বেসিক ব্যাংক এলাকার জেলা ফুটবল এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রয় করা হবে। ওই দিন সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র পাওয়া যাবে। পরদিন ২৩ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৪ জানুয়ারি যাচাই-বাছায় এবং ২৫ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ জানুয়ারি জেলা ফুটবল এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ টি পদে ১০ টি প্রথম শ্রেণীর ক্লাব, ৬ উপজেলা ক্রীড়া সংস্থা, সদর পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা ও জেলা রেফারী সমিতির মোট ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন বর্তমান কমিটির সভাপতি আহসানুজ্জামান ঝন্টুসহ নেতৃবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here