ডেস্ক সংবাদ:
পিরোজপুরের মঠবাড়িয়ায় দাম্পত্য কলহের জেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার বিকেলে উপজেলার ভেচকী গ্রামের স্বামীর ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তানজিলা আক্তার একই গ্রামের জাহাঙ্গীর মৃধার স্ত্রী।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীরের সঙ্গে তানজিলার বিয়ে হয়। এরপর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে জাহাঙ্গীর বিদেশ থেকে এলে এ কলহ আরো বেড়ে যায়। এরই জের ধরে রোববার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তানজিলা। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

