বর্ষসেরা টি-টোয়েন্টি ইনিংসে মুশফিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০

বর্ষসেরা টি-টোয়েন্টি ইনিংসে মুশফিক


ডেস্ক নিউজ-
গত বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি ইনিংসগুলোর তালিকা প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানে জায়গা করে নিয়েছে বছরের শেষদিকে ভারতের বিপক্ষে খেলা মুশফিকের ৬০ রানের অনবদ্য ইনিংসটি। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০১৯ সালের নভেম্বরে ভারত যায় বাংলাদেশ। সেখানে সিরিজের প্রথম ম্যাচে ৪৩ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার এই ইনিংসের ওপর ভর করেই মূলত প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টি ফরম্যাটে হারায় বাংলাদেশ।

ক্রিকইনফোর তালিকায় সবমিলিয়ে ১০টি ইনিংস রাখা হয়েছে। ওয়েলিংটনে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম সেইফার্টের ৮৪ রানের ইনিংস দিয়ে শুরু হয়েছে তালিকাটি। এরপর ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষেই গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ১১৩ রানের ইনিংসকে রাখা হয়েছে নমিনি হিসেবে।

দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের ১৬২ রানের ইনিংস আছে তালিকার তিনে। চতুর্থ স্থানে আছে লাহোরে পাকিস্তানের বিপক্ষে লংকান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশের ৭৭ রানের ইনিংস। অ্যাডিলেডে লংকানদের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ১০০ রানের ইনিংস আছে পাঁচ নম্বরে।

বর্ষসেরা টি-টোয়েন্টি ইনিংসে তালিকার ছয়ে আছে নেপিয়ার ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের অপরাজিত ১০৩ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে একই সিরিজে জনি বেয়ারস্টোর ৪৭ রানের ঝড়ো ইনিংস আছে এর পরেই। আটে রাখা হয়েছে মুশফিকুর রহিমের ইনিংসটি।

তালিকার শেষ দুটি ইনিংস ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দ্রাবাদে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। মুম্বাইয়ে রোহিত শর্মা খেলেছিলেন ৭১ রানের ইনিংস।

Post Top Ad

Responsive Ads Here