যে ৩৭ জন হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২০

যে ৩৭ জন হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য

সময় সংবাদ ডেস্ক//
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির ৪১ সদস্য প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন।

জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান সোমবার প্রেসিডিয়াম সদস্যদের এ নাম ঘোষণা করেন। 

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন- আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সিগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ), মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), সুনীল শুভ রায় (খুলনা), এস.এম. ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা), আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনি), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (বি-বাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার (সাতক্ষিরা), নাজমা আখতার এমপি (ফেনি), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর), আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ), একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।

৮ জন অতিরিক্ত মহাসচিব উল্লেখিত প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্রের ধারা ২০ এর ২/ক উপধারা মোতাবেক ৮ জনকে ৮ বিভাগের জন্য অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে। যাদের অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে তারা হলেন-গোলাম কিবরিয়া টিপু (বরিশাল বিভাগ), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফখরুল ইমাম (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর বিভাগ), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা (ঢাকা বিভাগ)। 

জাতীয় পার্টির অষ্টম জাতীয় কমিটির ক্রমানুসার অনুসারে তালিকা প্রকাশ করা হয়েছে। সুনীল শুভরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী। চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুসারে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় নামের ক্রমানুসার চূড়ান্ত করা হবে।

Post Top Ad

Responsive Ads Here