মেহেরপুর শহরের রাব্বি‘স টাউয়ারের ৩টি অফিসে চুরি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২০

মেহেরপুর শহরের রাব্বি‘স টাউয়ারের ৩টি অফিসে চুরি


মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর শহরের রাব্বি‘স টাউয়ারে গ্রামীন ডিস্ট্রিবিউশন, আলম এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস ও যুব  উদ্যোক্তা উন্নয়ন সংস্থা’র অফিসে দুর্র্ধষ চুরি হয়েছে। গত রবিবার দিবাগত রাতের যে কোন এক সময় মেহেরপুর শহরের রাব্বি‘স টাউয়ারে চোররা গ্রামীন ডিস্ট্রিবিউশন, আলম এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস ও যুব  উদ্যোক্তা উন্নয়ন সংস্থা অফিসের ১৯ টি তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটায়। জানা যায়, গতকাল সোমবার সকালে উল্লেখিত অফিসের লোকজন অফিসে এসে দেখে গেটের তালা ভাঙ্গা।পরে অফিসের ভিতরে গিয়ে জানা যায় গ্রামীন ডিস্ট্রিবিউশনের একটি ড্রয়ারে রাখা আনুমানিক ১০ হাজার টাকা, আলম এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরসের ২ টি লেপটপ এবং যুব  উদ্যোক্তা উন্নয়ন সংস্থার ড্রয়ারে রাখা ৪০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ সময় মেহেরপুর সদর থানাকে অবহিত করা হলে এস.আই আবুল খায়ের মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন। চুরির ঘটনায় তিন প্রতিষ্ঠানের দ্বায়িত্বরত কর্মকর্তারা জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করা হয়েছে এবং মেহেরপুর সদর থানায় একটি চুরির  মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে এস. আই আবুল খায়ের মোল্লা বলেন, থানায় অভিযোগ করা হলে  তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।

Post Top Ad

Responsive Ads Here