মেহের আমজাদ,মেহেরপুর//
মুজিব বর্ষ উদযাপনের লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুজাহিদ জামান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এফ. এম সোলায়মান আলী,অবঃ ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, এন এস আই এর ডিডি মফিজুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ। সভায় আগামী ১০ জানুয়ারি মুজিব শতবর্ষের কাউন্টডাউন অনুষ্ঠিত হবে এ লক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের আয়োাজন করার লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।