মেহের আমজাদ,মেহেরপুর//
বিশেষ অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার পুলিশ মূল্যবান মূর্তি এবং অস্ত্র উদ্ধার করেছে। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি মূর্তি এবং ওয়ান শুটার গান উদ্ধার করে। মেহেরপুর সদর থানার এস.আই আহসান হাবীব জানান, রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি এবং ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রায় ২০ কেজি ওজনের মূর্তিটির একটি হাত এবং একটি পা ভাঙ্গা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।