নগরকান্দা ও সালথায় প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, January 21, 2020

নগরকান্দা ও সালথায় প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় শুরু হয়েছে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়। আর এ উপলক্ষে উপজেলা খাদ্য অফিস খাদ্য গুদাম ছাড়াও দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নে অস্থায়ী বুথ স্থাপন করে আমন ধান ক্রয় করছেন কুষকদের কাছ থেকে। 


গত কদিন ধরে দুটি উপজেলার উপজেলা নির্বাহী, উপজেলা খাদ্য কর্মকর্তাসহ অন্যরা ইউনিয়নের এই সব বুথ থেকে নিজেরা উপস্থিত থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছেন। এতে যেমন কৃষক লাভবান হচ্ছে তেমনি দালালের দৌরাত্ব কমেছে। 


এ বিষয়ে নগরকান্দা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আফজাল হোসেন বলেন, এবার নগরকান্দায় ৮৭৮ মেট্রিক টন ও সালথায় ১৩০৫ মেট্রিক টন আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এ লক্ষে দুটি উপজেলার খাদ্য গুদাম ছাড়াও ইউনিয়ন গুলোতে কষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য অস্থায়ী বুথ স্থাপন করে ধান ক্রয় করা হচ্ছে। এতে কৃষক একদিকে যেমন লাভবান হচ্ছে একই সাথে কষ্ট ও সময় লাগব হচ্ছে। 

No comments: