পোশাক শিল্পে সাড়ে ২৫ লাখ শ্রমিক কাজ করছে: শ্রম প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০

পোশাক শিল্পে সাড়ে ২৫ লাখ শ্রমিক কাজ করছে: শ্রম প্রতিমন্ত্রী


ডেস্ক নিউজ-
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকারি হিসাব অনুযায়ি বর্তমানে পোশাক শিল্পে (ইপিজেড ব্যতিত) ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক কাজ করছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৫৩৭ জন নারী শ্রমিক রয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে পোশাক খাতে মোট ৩৩ লাখ ১৫ হাজার লোকবল রয়েছে। এরমধ্যে নারী শ্রমিক ১৫ লাখ ৩১ হাজার। আর বিকেএমইএ’র হিসাব অনুযায়ী পোশাক খাতে ৩৫ লাখ শ্রমিক রয়েছে। যার ৬০ দশমিক ৮ শতাংশ নারী শ্রমিক।

সরকারি দলের আসলাম হোসেন সওদাগরের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আরো জানান, সরকার শ্রম আইনকে যুগোপযোগী করে শিল্প কারখানার কর্ম পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। শ্রমিকের ন্যুনতম বেতন করা হয়েছে ৮ হাজার ৩০০ টাকা।

Post Top Ad

Responsive Ads Here