লেবানন থেকে ফিরছেন অবৈধ ৪৭১ বাংলাদেশি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০

লেবানন থেকে ফিরছেন অবৈধ ৪৭১ বাংলাদেশি


সময় সংবাদ ডেস্ক// দেশে ফিরছেন লেবাননে অবৈধভাবে বসবাসরত ৪৭১ জন বাংলাদেশি। এক বছরের জরিমানা ও এয়ার টিকিটের মূল্য পরিশোধ করে আগামী ১৫-২৩ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরবেন তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে নারী ও পুরুষ মিলিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন ৪৭১ জনের হাতে বিমানের টিকিট তুলে দেওয়া হয়।

টিকিট তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। দেশে ফেরার এয়ার টিকিট হাতে পেয়ে প্রবাসীরা দূতাবাসকে ধন্যবাদ জানান।


বৈরুত থেকে এয়ার এরাবিয়ার ৬টি ফ্লাইটে তারা দেশে ফিরবেন বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। ৪৭১ জনের মধ্যে শারীরিকভাবে ২৪ জন অসুস্থ রয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন। এছাড়া দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে, দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন প্রায় ৫ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন।

এর আগে আরও দুই দফায় লেবানন থেকে দেশে ফিরেছে বাংলাদেশিরা। তিন দফায় এ নিয়ে ১ হাজার জন অবৈধ প্রবাসী দেশে ফেরার সুযোগ পাচ্ছে। এছাড়া দেশে ফিরতে চাওয়া সবাইকেই পর্যাক্রমে ফেরানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূত।

Post Top Ad

Responsive Ads Here