ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বুধবার রাতে গাঁজা কিনতে এসে র্যাবের হাতে আটক হয়েছেন লিটন মোল্লা নামে এক যুবক।নগরকান্দার তালমা মোড় থেকে ৩১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক লিটন মোল্লা সদরপুরের হাট কৃষ্ণপুরের আফসার মোল্লার ছেলে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, আটক লিটন মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

