টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(১২ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।

টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে সংস্থার জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংস্থার জেলা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সংস্থার জেলা ইউনিটের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, বুলবুল হাসান, যুগ্ম-সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক বিভাষ কৃষ্ণ চৌধুরী, সংস্থার ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহম্মেদ আব্বাসী, নবগঠিত নাগরপুর উপজেলা শাখার সভাপতি সিরাজ আল মাসুদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

Post Top Ad

Responsive Ads Here