ঘাটাইলকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০

ঘাটাইলকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের পাহাড়ি জনপদ ঘাটাইল উপজেলা কে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১২ ফেব্রুেয়ারি) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘাটাইল উপজেলা কে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষনা করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল- ৩ আসনের সাংসদ আতাউর রহমান খান, জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র মো. শহীদুজ্জামান খান শহীদ, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস-জোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ সরকারি বেসরকারি র্কমর্কতা, জন প্রতিনিধি, বিদ্যুৎ সুবিধাভোগী জনগন ও বিদ্যুৎ বিভাগের র্কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here