চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ক্ষণগণনা চলছে। মঙ্গলবার ছিল ক্ষণগণনার ৩৪তম দিন। এ দিনে অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম ও চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুজিববর্ষকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ৬৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
মুজিব মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মোঃ আশরাফুল হক চুনু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ দুরুল হোদা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সান্তনা হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের জেলা সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, ডা. সাইফ জামান আনন্দ।
পরে, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দিন।