বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ইটবাহি ট্রলি চাপায় মোয়াজ্জেম হোসেন (১৬) নামে ওই ট্রলির হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারী) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম ওই গ্রামের ছবির হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানইর এলাকার নুর আলীর ইটভাটা থেকে ইট নিয়ে জোনাইল আসার পথে হঠাৎ ট্রলি থেকে হেলপার মোয়াজ্জেম ছিটকে পড়ে ওই ট্রলিরই চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।