জয়পুরহাটে চিরনিদ্রায় শায়িত হলেন আ"লীগ নেতা ও পৌর মেয়র হালিমুল আলম জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৬, ২০২০

জয়পুরহাটে চিরনিদ্রায় শায়িত হলেন আ"লীগ নেতা ও পৌর মেয়র হালিমুল আলম জন


নিরেন দাস ,জয়পুরহাট প্রতিনিধিঃ-


জয়পুরহাটে সবাইকে কাঁদিয়ে  চিরনিদ্রায় শায়িত হলেন জেলার কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন (৭০)।(০৬-ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জানাযা নামাজ শেষে সড়াইল মহল্লার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে সড়াইল মহল্লায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

গত (৫-ফেব্রুয়ারি) বুধবার ভোরে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ওই রাতে তার লাশ কালাই উপজেলার সড়াইল গ্রামে পৌঁছে। তার মৃত্যুতে গতকাল সন্ধায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন।

এ ত্যাগী আওয়ামী নেতা হালিমুল আলম জন ১৯৯০ সাল থেকে কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে কালাই পৌরসভার প্রথম প্রশাসকের দায়িত্ব পান। ২০১৫ সালে কালাই পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন।

প্রবীণতম আওয়ামীলীগ নেতা হিসেবে তাকে সংবর্ধিত করে জেলা এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাকে সংবর্ধিত করা হয়।

তার জানাযায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী,জেলার সকল সাংবাদিক মহল সহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ।

Post Top Ad

Responsive Ads Here